জাতীয়বাংলাদেশলিড নিউজ

নাইজেরিয়ায় পণ্য বাজার খুঁজে বের করার আহ্বান রাষ্ট্রপতির

এবিএনএ : রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ‘নাইজেরিয়া ১৮ কোটি মানুষের একটি বিশাল বাজার। সেখানে ওষুধ, তৈরি পোশাক ও চামড়াজাত পণ্যের মতো বাংলাদেশের পণ্য রফতানির ব্যাপক সুযোগ রয়েছে।’ রাষ্ট্রপতি নাইজেরিয়ায় এসব পণ্যের বাজার খুঁজে বের করার জন্য সেখানে নবনিযুক্ত হাইকমিশনারের প্রতি এ আহ্বান জানান।
নাইজেরিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ রবিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, নাইজেরিয়ায় বাংলাদেশের প্রথম হাইকমিশনার নিযুক্ত হওয়ায় আবদুল হামিদ কায়কোবাদকে অভিনন্দন জানান।
সাক্ষাতের সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ দু’দেশের মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে সফর বিনিময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য হাইকমিশনারকে উপদেশ দেন। তিনি নাইজেরিয়ায় বাংলাদেশের জনশক্তি রফতানির সুযোগ-সুবিধা অনুসন্ধানের জন্যও নতুন হাইকমিশনারকে পরামর্শ দেন।
কাজী শরীফ কায়কোবাদ নাইজেরিয়ায় তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

Share this content:

Back to top button