
এবিএনএ : ধামরাই উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষনের পর হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। নিহত পূর্ণিমা আক্তার উপজেলার রৌহা এলাকার শামসুল ইসলামের মেয়ে। সে রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী। শুক্রবার বিকালে ধামরাই থানার এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত সুপার পুলিশ সাইদুর রহমান বলেন, পূর্ণিমা বিকালে বাড়ির কাছে রৌহা বাজারে ডিম কিনতে গিয়ে নিখোজ হয়। বিভিন্ন জায়গায় খোজাখোজি করে তার খোজ পায়নি স্বজনরা। সকালে এলাকার একটি বাশঝাড় থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তার আঘাতের চিহ্ন রয়েছে। খুনিরা তাকে ৪ জন মিলে গণধর্ষনের পর হত্যা করেছে বলে জানায়। এই ঘটনায় থানায় মামলা দায়ের পর মরণ ও সোহাগ নামে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ আরো দুই খুনিকে গ্রেফতারের চেষ্টা করছে এবং ঘটনা স্থল থেকে বিভিন্ন আলামত ও মরণের যে দোকানে কাজ করে সেই দোকান থেকে পূর্ণিমার গলার চেইন ও নাকের ফুল উদ্ধার করে পুলিশ। এসময় উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ রেজাউল হক দিপু, তদন্ত কর্মকর্তা আবু সাইদ আল মামুন সহ সাংবাদিক।
Share this content: