বিনোদন
তাপসীর পছন্দের তালিকায় নারীকেন্দ্রিক বায়োপিক

এবিএনএ : নারীকেন্দ্রিক ছবি ‘পিঙ্ক’-এর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী তাপসী। এবার তিনি আরও নারীকেন্দ্রিক ছবির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।
সম্প্রতি বায়োপিকে অভিনয় করার ইচ্ছে আছে কিনা এমন এক প্রশ্নের উত্তরে তাপসী জানান, “টেনিস সুন্দরী সানিয়া মির্জাকে নিয়ে কোনদিন বায়োপিক তৈরি হয়, তিনি সেখানে অভিনয় করতে চান। ”
তিনি আরও বলেন, “এছাড়া যদি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে কোনও ছবি হয়, তাহলে তিনি সেখানে অবশ্যই অভিনয় করতে ইচ্ছুক। তবে ইন্দিরাকে নিয়ে একটি নয়, দশটি ছবি তৈরি হওয়া উচিত বলিউডে। “
Share this content: