
এবিএনএ: করোনাভাইরাসের ১০ লাখ ডোজ কোভিশিল্ডের টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দেশে পৌঁছেছে। শনিবার সন্ধ্যায় টিকা বহনকারী একটি ফ্লাইট ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক। তিনি বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ১০ লাখ কোভিশিল্ডের টিকা শনিবার সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছেছে। এর আগে, ঢাকায় ভারতীয় হাইকমিশন এক ক্ষুদে বার্তায় জানিয়েছে, ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকোর চুক্তি করা ১০ লাখ কোভিশিল্ডের টিকা শনিবার ঢাকায় আসবে।
প্রসঙ্গত, অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার এই টিকা সেরাম তৈরি করছে ‘কোভিশিল্ড’ নামে। ওই টিকা কেনার জন্য সরকার গত ১৩ ডিসেম্বর সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করে। বাংলাদেশ সরকার, বেক্সিমকো ও সেরাম ইনস্টিটিউটের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি রয়েছে। সেই চুক্তিতে উল্লেখ রয়েছে, স্থানীয় অনুমোদনের পর (বাংলাদেশ সরকারের অনুমোদন) সেরাম ইনস্টিটিউট এক মাসের মধ্যেই প্রথম ধাপের টিকা সরবরাহ করবে।
Share this content: