
এবিএনএ : রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীর দুই পা বিচ্ছিন্ন হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত রুবিনা আক্তার (২২) জবির সমাজকল্যাণ বিভাগের শেষ বর্ষের ছাত্রী।
জানা গেছে, রুবিনা আক্তার কমলাপুর রেলস্টেশনে ৪ নম্বর থেকে ৫ নম্বর প্লাটফর্মে যাওয়ার সময় মাথা ঘুরে রেললাইনের ওপর পড়ে যান। এ সময় একটি রেল ইঞ্জিন ঘোরানো হচ্ছিল। ওই ইঞ্জিনের চাকার নিচে কাটা পড়ে রুবিনা আক্তারের দুই পা। গুরুতর আহত রুবিনাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।কমলাপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ ইয়াসিন ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, রুবিনার পরিবারকে খবর জানানো হয়েছে।
রুবিনা আক্তার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শান্তিনগর গ্রামের মৃত রবিউল ইসলামের মেয়ে। ঢাকার সদরঘাট এলাকায় একটি মেসে থেকে পড়াশোনা করেন তিনি। আজ গ্রামের বাড়ির যাওয়ার উদ্দেশে কমলাপুরে যান তিনি।
Share this content: