আমেরিকা

ট্রাম্পের সীমান্ত নীতি মানবে না মেক্সিকো

এবিএনএ : যুক্তরাষ্ট্রের নতুন সীমান্ত নীতি মেনে নেয়া হবে না জানিয়েছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিদেগারায়।
বিবিসি অনলাইন এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার ট্রাম্প প্রশাসন দেশটিতে বৈধ কাগজপত্র নেই বা নথিভুক্ত নন এমন অবৈধ অভিবাসীদের ধরতে নতুন দিক-নির্দেশনা জারি করেছে। যাতে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দেয়া যাবে।
এরই প্রতিক্রিয়ায় মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কোন একটি সরকারের নেয়া একপাক্ষিক একটি সিদ্ধান্ত তারা মেনে নেবেন না।
বলা হয়ে থাকে, যুক্তরাষ্ট্রে আসা অবৈধ অভিবাসীদের বড় অংশই এসেছে মেক্সিকো থেকে। মেক্সিকান অভিবাসীদের স্রোত ঠেকাতে এর আগে সীমান্তে দেয়াল তোলার কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে, ট্রাম্প প্রশাসন দেশটির একটি আইন বাস্তবায়ন করতে যাচ্ছেন, যেখানে বলা হয়েছে, অনিবন্ধিত যেকোন অবৈধ অভিবাসী, যে দেশ থেকেই তারা আসুক না কেন, তাদের মেক্সিকোতে পাঠিয়ে দেয়া হবে। এই ঘোষণায়ও ক্ষুব্ধ হয়েছে মেক্সিকো।
অবৈধ অভিবাসী ঠেকাতে জারি করা নতুন দিক-নির্দেশনায় বলা হয়েছে, অপরাধের রেকর্ড আছে, মার্কিন নিরাপত্তার জন্য ঝুঁকি কিংবা সামাজিক সুবিধা ব্যবস্থার অপব্যবহার করেছে এমন সকল অনিবন্ধিত অভিবাসীদের দেশটি থেকে বের করে দেয়া হবে। এছাড়া যারা নিজেদের মিথ্যা পরিচয় দিয়েছে তাদের এবং যাদেরকে জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি মনে করা হবে তাদেরও খুঁজে বের করা হবে।

Share this content:

Back to top button