আমেরিকালিড নিউজ

ট্রাম্পের কাছে হেরে রণভঙ্গ ক্রুজের

এবিএনএ : ইন্ডিয়ানা প্রিমিয়ারে ট্রাম্পের কাছে বড় ব্যবধানে হেরে রিপাবলিকান প্রেসিডেন্ট পদ প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলের ট্রেড ক্রুজ।

নিউ ইয়র্কের ব্যবসায়ী ট্রাম্প বেশ কিছু ক্ষেত্রে প্রেসিডেন্ট হবার যোগ্য নয় বলে মন্তব্য করেছিলেন ক্রুজ। তিনি তার শেষ বক্তব্যে ট্রাম্পকে ‘প্যাথলজিকাল লায়ার’ বলে সম্বোধন করেন। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্পের কাছে হেরে বিদায় নিলেন তিনি।

ইন্ডিয়ানা প্রিমিয়ারে নির্বাচনের ফলাফল জানার পর ক্রুজ তার সমর্থকদের বলেন, আমাদের পক্ষে যতটুকু করার ছিল তার সবটুকু চেষ্টাই আমরা করেছি। কিন্তু ভোটাররা অন্য পথ পছন্দ করেছে। তাই আমি ক্যাম্পেইন বন্ধের ঘোষণা দিচ্ছি। কিন্তু দেশের সংবিধান রক্ষার জন্য আমার লড়াই চলবে।’

এদিকে ইন্ডিয়ানা প্রিমিয়ারে ডেমোক্রেট প্রার্থী বার্নি সেন্ডার্সের কাছে হেরে গেছেন হিলারি ক্লিনটন। এই জয়ের পর বার্নি সেন্ডার্স জানান, ক্লিনটনের ক্যাম্পেইন কারীরা মনে করছেন ক্যাম্পেইন শেষ হয়ে গেছে। কিন্তু তাদের এই ভাবনা ভুল।’

Share this content:

Back to top button