জাতীয়বাংলাদেশলিড নিউজ

টঙ্গীর নিহতের ঘটনায় স্পিকার-ডেপুটি স্পিকারের শোক

এ বি এন এ : গাজীপুরের টঙ্গীতে ট্যাম্পাকো কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএর নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়াও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ শোক প্রকাশ করেন।

এক শোক বার্তায় স্পিকার তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি আহতদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

শোক বার্তায় ডেপুটি স্পিকার তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অন্যদিকে এক শোক বার্তায় চিফ হুইপ তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনিও অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করেন।

উল্লেখ্য, শনিবার সকালে অ্যালুমিনিয়াম ফয়েল তৈরির কারখানা ট্যাম্পাকোয় বয়লার বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে।

Share this content:

Back to top button