বিনোদনলিড নিউজ

জাহ্নবীকে ঘিরে ভক্তদের ভিড়

এবিএনএ : প্রথম ছবি ‘ধড়ক’ মুক্তি আগেই রীতিমতো তারকা বনে গিয়েছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। বিভিন্ন জায়গায় গেলে তার প্রমাণও পাচ্ছেন তিনি। ভক্তরা ঘিরে ধরছেন তাকে। এর মধ্যে কিশোর-কিশোরী এবং তরুণ-তরুণীদের সংখ্যাই বেশি। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্ট্রাগ্রামে প্রকাশিত এক ছবিতে দেখা গিয়েছে, মুম্বাইয়ের বান্দ্রার রাস্তায় ২৩ বছর বয়সী জাহ্নবীকে ঘিরে আছে একদল তরুণ ভক্ত। তাদের কেউ নায়িকার ছবি তুলতে কেউ বা ভিডিও করতে ব্যস্ত।  তবে জাহ্নবী তাতে বিরক্ত না হয়ে হাসিমুখে তাদের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছেন। ভক্তদের মধ্যে একদল পথশিশুও ছিল যারা  তাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছে।

ছবিতে জাহ্নবীকে দেখে মনে হয়েছে, সদ্য তিনি ব্যায়াম সেরে এসেছেন অথবা ব্যায়াম করতে যাচ্ছেন। তাকে ঘিরে ভক্তরা বেশ কিছুক্ষণ আনন্দ উদযাপন করেন। এরপর তার নিরাপত্তার জন্য নিয়োজিত সদস্যরা তাকে গাড়িতে উঠতে সাহায্য করে। খুব শিগগিরই বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে সদ্যপ্রয়াত বলিউড  কিংবদন্তী শ্রীদেবীকন্যা জাহ্নবীর। ‘ধড়ক’নামে ছবিটিতে তার বিপরীতে আছেন শহীদ কাপুরের ছোট ভাই ইশান খাত্তার।

Share this content:

Back to top button