জাপানে দাবদাহে ৩০ জনের মৃত্যু

এবিএনএ: জাপানে চলমান তীব্র দাবদাহে এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও এক হাজারের বেশি মানুষ।ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার দেশটিতে প্রচণ্ড গরমে শিশুসহ ১১ জন মারা গেছেন। তাদের মধ্যে ১১ বছরের শিশু থেকে শুরু করে ৭০ বছরের বৃদ্ধও আছেন। দেশটির আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে স্থানীয় পত্রিকা ডেইলি মাইনিচি জানিয়েছে,গত এক সপ্তাহে জাপানের মধ্যাঞ্চলে তাপমাত্রা ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। মাত্র এক দিনের মধ্যে সেখানে প্রায় ৩০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, টোকিওর হাসপাতালগুলোতে গত বুধবার রেকর্ডসংখ্যক তিন হাজার জরুরি কল আসে। বেশিরভাগ রোগীই গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।গত ৯ জুলাই থেকে জাপানজুড়ে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশেই এখন চলছে তাপদাহ। শীতপ্রধান দেশ কানাডায়ও তীব্র গরমে মারা গেছেন শতাধিক মানুষ।
Share this content: