বাংলাদেশরাজনীতিলিড নিউজ

চারিদিকে মানুষের কেবলই আর্তনাদ: রিজভী

এবিএনএ : করোনার চিকিৎসা ঠিক মতো হচ্ছে না উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে করোনার কোনও চিকিৎসা হচ্ছে না।  চারিদিকে মানুষের কেবলই আর্তনাদ শোনা যাচ্ছে। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে অনলাইন প্রেস বিফিংয়ে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে প্রায় দেড় মাস আগে। এর মধ্যেও রোগীদের চিকিৎসায় একটি স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল প্রস্তুত করা হয়নি।  রোগীদের চিকিৎসায় হাসপাতাল প্রস্তুতির যেসব পরিকল্পনা নেওয়া হয়েছে সেখানেও যথেষ্ট ঘাটতি আছে। বিশেষায়িত হাসপাতালের পরিবর্তে নির্বাচন করা হয়েছে আউটডোর ক্লিনিক।  সেখানে অক্সিজেনের সুবিধা পর্যন্ত নেই, নেই অপারেশন থিয়েটার।

বাংলাদেশে প্রথম রোগী চিহ্নিত হয় ৮ মার্চ উল্লেখ করে তিনি বলেন, তারপর সরকার রোগটি প্রতিরোধের ক্ষেত্রে যথেষ্ট সময় পেলেও রাজধানীসহ সারা দেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেয়নি। করোনার রোগীদের চিকিৎসার জন্য আইসিইউতে ভেন্টিলেটর মেশিন ও সেন্ট্রাল অক্সিজেন লাইনের সুবিধাসহ পৃথক হাসপাতাল স্থাপন করতে পারেনি উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, এখন চিকিৎসা ও ব্যবস্থাপনা সম্পর্কে সঠিক পরিকল্পনা গ্রহণ না করায় বাড়ছে রোগীদের দুর্ভোগ ও মৃত্যুহার।

বিএনপি কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা প্রতিনিয়ত মাঠে থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতাসীন নেতাদের তো জনগণের পাশে দাঁড়াতে দেখছি না।  স্বাস্থমন্ত্রীকে তো কোনও হাসপাতাল পরিদর্শনে যেতে দেখিনি।  উল্টো দেখা যাচ্ছে সরকারি ত্রাণ চুরির মহৌৎসব।

Share this content:

Back to top button