বাংলাদেশরাজনীতিলিড নিউজ

চার দিনের সফরে কক্সবাজারের পথে খালেদা জিয়া

এবিএনএ : রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন এবং তাদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন। শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে বের হন।
তার সফরসঙ্গী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের সিনিয়র নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী রয়েছেন।
পথিমধ্যে তিনি দুপুরে ফেনী সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন এবং চট্টগ্রাম সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। আগামীকাল ২৯ অক্টোবর তিনি কক্সবাজার পৌঁছবেন এবং ৩০ অক্টোবর কক্সবাজার জেলার উখিয়া, বালুখালী, বোয়ালমারা এবং জামতলী এলাকায় অবস্থিত রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোতে অবস্থানরতদের পরিদর্শন ও দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে ৩১ তারিখে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

Share this content:

Related Articles

Back to top button