আমেরিকালিড নিউজ

চার ইঞ্চি উঁচু হিল পরে বাগানে ব্যস্ত ট্রাম্পপত্নী

এবিএনএ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তার সাজসজ্জার কারণেই প্রায়ই সংবাদপত্রের শিরোনাম হন। কিন্তু সম্প্রতি তার অদ্ভুত সজ্জার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিদ্রূপের শিকার হচ্ছেন। গতকাল মঙ্গলবার মেলানিয়া ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা কিছু ছবিতে দেখা যাচ্ছে, তিনি সোনালি রঙের হাতলের বেলচা দিয়ে একটি গাছের চারা রোপণ করছেন। এই সময় তিনি চার ইঞ্চি উঁচু হিল জুতা পরেছিলেন। হিল জুতা পরে বাগানে কাজ করা অবশ্যই বেখাপ্পা একটা ব্যাপার। আর তাই তো সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে এত হাসি-ঠাট্টা হচ্ছে। মঙ্গলবার হোয়াইট হাউস প্রাঙ্গণে ফুলের ভ্যালেনটিনো স্কার্ট ও ফরাসি ডিজাইনার ক্রিস্টিয়ান লুবুটিনের স্টিলেট্টুস জুতা পরে আইজেনহাওয়ার-যুগের ওক গাছের চারা রোপণ করেন মেলানিয়া। কিন্তু বাগান করার বিষয়টি সবার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম না হলেও তার হিল জুতা ঠিকই সবার নজর কেড়েছে।

বাগান বিশেষজ্ঞ অ্যালিস ফোলার দ্য গার্ডিয়ান পত্রিকাকে জানান, বাগান করার সময় হিল জুতা পরলে মাটিতে পা ধেবে যেতে পারে এবং আপনার মেরুদণ্ডের নিচের দিকে চাপ পড়তে পারে। মেলানিয়া এই জুতার দাম নিয়েও ব্যাপক সমালোচনা হচ্ছে। খবরে প্রকাশ, মেলানিয়ার এই জুতার দাম ৬৯০ ডলার আর তার পোশাকের মূল্য চার হাজার ডলার। এবারই প্রথম নয়। এর আগে ২০১৭ সালেও মেলানিয়ার ট্রাম্পের বাগানে কাজ করার সময় যে পোশাক পরেছিলেন তা নিয়ে ট্রল হয়েছে। সেই সময় তিনি স্নিকার, রোদ চশমা, ফুলহাতা শার্ট ও হাতমোজা পরে বাগান করার কাজে নেমেছিলেন।

Share this content:

Back to top button