
এবিএনএ : দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন স্থগিতের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তি ও চিকিৎসার দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করছে বিএনপি।রাজধানীর গুলিস্তানে ঢাকা মহানগর নাট্যমঞ্চের সামনে সোমবার সকাল ৯টা থেকে এই কর্মসূচি পালন শুরু করে দলটি, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিন জেলা পর্যায়েও এই কর্মসূচি পালন করছে দলটি। পূর্বঘোষিত এই কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই বিএনপি নেতাকর্মীরা মহানগর নাট্যমঞ্চের সামনে জড়ো হন। সেখানে তারা মাদুর পেতে বসে পড়েন। কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলটির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নিয়েছেন।