ক্যাটরিনার শাড়ি ঠিক করতে ব্যস্ত সালমান, ভিডিও ভাইরাল!

এবিএনএঃ ‘ভারত’ ছবির নতুন গান প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সালমান খান। শুক্রবারের সেই অনুষ্ঠানে সালমান খানের সঙ্গে হাজির ছিলেন ক্যাটরিনা কাইফও। তবে গান প্রকাশ অনুষ্ঠানে গিয়ে ক্যাটরিনার শাড়ির ভাঁজ ওলট-পালট হয়ে গিয়েছিল। অনুষ্ঠানের ফাঁকেই তা ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েন সালমান। নিমেষে ক্যামেরাবন্দি হয় সেই দৃশ্য। বলাই বাহুল্য, এমন কিছু ভাইরাল হতে একদমই বিলম্ব হয়নি।
একসময় সালমান-ক্যাটরিনার প্রেমের কথা বেশ চর্চিত ছিল। তবে তাদের সম্পর্ক ভাঙার খবরও একসময় পেজ থ্রির শিরোনামে উঠে আসে। মাঝে অবশ্য রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার প্রেমের কথা প্রায় সকলেরই জানা। ক্যাটরিনার সঙ্গে প্রেম করার জন্য রণবীরের সঙ্গেও সম্পর্ক তিক্ত হয় সালমানের।
তবে রণবীরের সঙ্গেও ক্যাটের বিচ্ছেদের পর আজকাল প্রায় সবসময়ই ফের সালমান ও তার পরিবারের কাছকাছিই দেখা যায় অভিনেত্রীকে। তবে সালমানন-ক্যাটরিনা নতুন করে কাছাকাছি এসেছেন কিনা তা অবশ্য প্রকাশ্যে কেউই কখনও বলেন নি। প্রসঙ্গত, শুক্রবার মুক্তি পায় ‘ভারত’ ছবির ‘জিন্দা’ গানটি। যা ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মন কেড়েছে।
Share this content: