আন্তর্জাতিকআমেরিকা
কোরিয়া উপদ্বীপে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন

এবিএনএ : কোরীয় উপদ্বীপে যুদ্ধজাহাজ মোতায়েনের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বিগ্ন হয়ে এই যুদ্ধজাহাজ মোতায়েন করা হচ্ছে বলে বিবিসির খবরে বলা হয়।
কার্ল ভিনসন স্ট্রাইকগ্রুপ নামের এই বহরে একটি যুদ্ধবিমান বহনকারী জাহাজ আছে। মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড জানিয়েছে, কার্ল ভিনসন স্ট্রাইকগ্রুপকে পশ্চিম মহাসাগরে পাঠানো হয়েছে যেকোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকার দূরদর্শী চিন্তা থেকে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, উ. কোরিয়ার পারমাণবিক হুমকির মোকাবেলা যুক্তরাষ্ট্র একাই করতে পারে।
প্যাসিফিক কমান্ডের মুখপাত্র ডেভ বেনহামের কথায়ও ট্রাম্পের কথাই যেন প্রতিধ্বনিত হল। তিনি বলেন, অপরিণামদর্শী, দায়িত্বজ্ঞানহীন ও অস্থিতিশীল ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও পারমাণবিক সক্ষমতার জন্য এই অঞ্চলে সবচেয়ে বড় হুমকি উ. কোরিয়া। সম্প্রতি অনেকগুলো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উ. কোরিয়া। সাম্প্রতিক সময়ে তাদের কার্যক্রমে বিশ্লেষকরা ধারণা করছে দেশটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে যেটি মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম।
এর আগে গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় আসাদ সরকারের বিমানঘাঁটিতে হামলা করে। শুক্রবারের এই হামলার নিন্দা করে উ. কোরিয়া বলে, এটি সার্বভৌম দেশের উপর অসহনীয় আগ্রাসনের নিদর্শন। এই হামলা এটাই প্রমাণিত হয় যে উ. কোরিয়া নিজেদের নিরাপত্তায় নেয়া কার্যক্রম যথেষ্ট যুক্তিযুক্ত।
Share this content: