
এবিএনএ : করোনাকালে কোরবানির পশুর হাট পরিচালনা নিয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার (১২ জুুলাই) দুপুরের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসারসহ সরকারের বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশনের কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।
বৈঠকে রাজধানীসহ সারাদেশের হাটগুলোতে কিভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে হাট পরিচালনা করা যায় সে বিষয়ে আলোচনা হচ্ছে। এছাড়া সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি নির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে।
Share this content: