আমেরিকা
কোন ঘটনা ঘটলে তার দায় বিচারক ও বিচার ব্যবস্থার : ট্রাম্প

এবিএনএ : সাতটি দেশের ওপর ট্রাম্পের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা আদালত স্থগিত করলে দেশটির স্থানীয় সময় শুক্রবার তার বিরুদ্ধে আপিল করেছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু সেটিও খারিজ করে দিয়েছে আদালত। আর এ ঘটনার পর আবারো বিচার বিভাগ এবং সেই বিচারককে টুইটারে একহাত দেখে নিলেন ট্রাম্প। বিতর্কিত এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদি (যুক্তরাষ্ট্রে) কিছু ঘটে তবে তার দায় এই বিচারক ও বিচার ব্যবস্থাকে নিতে হবে।

ফ্লোরিডার মার-এ-লাগোতে রবিবারের ছুটি কাটাতে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে গিয়ে হোয়াইট হাউজের সঙ্গে সকল যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন তিনি। কিন্তু তাই বলে বিচারকদের আক্রমণ করতে ছাড়েননি এই মার্কিন প্রেসিডেন্ট। এক টুইট পোস্টে তিনি লেখেন, আমি বিশ্বাস করতে পারছি না, একজন বিচারক আমাদের দেশকে এমন বিপদের মধ্যে ফেলতে পারে। যদি কিছু ঘটে, তার দায় এই বিচারক ও বিচার ব্যবস্থাকেই নিতে হবে।
Share this content: