আমেরিকা
কিমকে ঠেকাতে দক্ষিণ কোরিয়ার সাথে নৌ মহড়ায় আমেরিকা

এবিএনএ : উত্তর কোরিয়ার নেতা কিম জং-কে ঠেকাতে মরিয়া উঠেছে হোয়াইট হাউস। দক্ষিণ কোরিয়ার সঙ্গে চলমান যৌথ নৌ মহড়ায় অংশ নিতে তাই মার্কিন কমান্ডো দল ‘সিল-৬’ পাঠাচ্ছে আমেরিকা। এই প্রথমবারের মতো এটি দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার যৌথ মহড়ায় অংশ নেবে।
২০১১ সালের মে মাসের শুরুর দিকে এই কমান্ডো বাহিনী পাকিস্তানে বিশেষ অভিযান চালিয়ে হত্যা করেছিল জঙ্গি গোষ্ঠী লস্কর পধান ওসামা বিন লাদেনকে। এবার উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং-কে আটকাতে সেই বিশেষ কমান্ডো বাহিনীকেই হাতিয়ার করতে যাচ্ছে আমেরিকা। যদিও অবশ্য এই বাহিনী কখন দক্ষিণ কোরিয়ায় পৌঁছাবে তা গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে সিউলের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত চলবে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার এই যৌথ মহড়া।
Share this content: