
এ বি এন এ : বখাটদেরে ছুরকিাঘাতে আহত উইলস লটিল ফ্লাওয়ার স্কুলছাত্রী সুরাইয়া আক্তার রাশি (১৪) মৃত্যু হয়ছে। রোববার (২৮ আগস্ট) সকালে ঢাকা মডেকিলে কলজে (ঢামকে) হাসপাতালরে তার মৃত্যু হয়। রাশি রমজান হোসনেরে বড় ময়ে। সে উইলস লটিল ফ্লাওয়ার স্কুলরে অষ্টম শ্রণেীর ছাত্রী ছলি। গত বুধবার (২৪ আগস্ট) দুপুর ২টার দকিে স্কুল থকেে বাসায় ফরোর পথে কাকরাইলরে উইলস লটিল ফ্লাওয়ার স্কুলরে সামনে ফুটওভার ব্রীজের ওপরে বখাটদেরে ছুরকিাঘাতে শিকার হয় রাশি। পরে আহত অবস্থায় তার সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢামকে হাসপাতালে ভর্তি করা হয়। চারদনি সেখানে চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে তার মৃত্যু হয়। ঘটনার দিন আহত রিশাকে সহপাঠিরা স্কুলের ভিতরে নিলে কর্তৃপক্ষের গাড়ীতে হাসপাতাল না নিয়ে অ্যাম্বুলেন্সের অপেক্ষা করেন বলে অভিভাবকরা অভিযোগ করেন। রক্তক্ষরণ বেশী হওয়ায় রাু অবস্থা তাৎক্ষনিক বেহাল হয়ে যায় বলে উপস্থিত অভিভাবকরা জানায়। রাশির মৃত্যুতে অভিভাবকরা মানবন্ধন করলে উইলস লিটল ফ্লাওয়ার এর শিক্ষিকা শ্যামলী হোসেন তাদের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন অভিভাবক ফোরামের আহ্বায়ক শামীমা সুলতানা। পরবর্তীতে জেলা প্রশাসক ৪৮ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে ক্ষুব্ধ অভিভাবকরা ক্ষান্ত হন বলে অভিভাবক ফোরামের সদস্য সচিব আঞ্জুমান আরা জানান। আগামীকাল স্কুল বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ বলে অভিভাবক সূত্রে জানা যায়। এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেনের সাথে বারবার চেষ্টা করা হলে ফোনে পাওয়া যায়নি।
Share this content: