আন্তর্জাতিক
আফগানিস্তানে বিমান হামলায় ৩ জঙ্গি নিহত

এবিএনএ : আফগানিস্তানের বিমান বাহিনী হামলা চালিয়ে তিন তালেবান জঙ্গিকে হত্যা করেছে। দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ কুন্দুজে গতরাতে এ হামলা চালানো হয়। সোমবার এক সেনা সূত্রে একথা বলা হয়।সেনাবাহিনীর কর্পস ২০৯ শাহিন ঘাঁটির প্রেস কর্মকর্তা নাস্তরাউল্লাহ্ জামশিদি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিমান বাহিনী এ হামলা চালায়। রবিবার রাতে কুন্দজ নগরীর উত্তরাঞ্চলীয় উপকণ্ঠে তালেবান জঙ্গিদের একটি আস্তানায় এ হামলা চালানো হয়।’
তিনি আরো বলেন, হামলায় তালেবান জঙ্গিদের একটি বাঙ্কার ধ্বংস হয়েছে। সেখানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ মজুদ রাখা হয়েছিল। এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ২৫০ কিলোমিটার উত্তরে খাওয়াজা পিস্তা গ্রামে ইসলামিক স্টেটের দুই জঙ্গিকে আটক করেছে সেনা সদস্যরা।
Share this content: