বিনোদন

xXx ট্রেলার: অ্যাকশন আর উত্তাপ (ভিডিও)

এবিএনএ : ‘কিক সাম অ্যাস, গেট দ্য গার্ল অ্যান্ড লুক টু ডোপ হোয়াইল ইউ ডুইং ইট’। এই লাইনটি দিয়েই শুরু হচ্ছে xXx এর ট্রেলার। আর মাত্র ২ মাস পরেই মুক্তি পাবে সিনেমাটি। আর এই সিনেমার মাধ্যমেই হলিউডে পা রাখছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। আগের ট্রিপল এক্স সিনেমার মতই এই ছবিতেও থাকছে চোখ ধাঁধাঁনো অ্যাকশন, দুর্দান্ত লোকেশন এবং লাস্যময়ীদের দুরন্ত ককটেল।  ট্রিপল এক্স ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিতে কাজ করেছিলেন ভিন ডিজেল। পরে দ্বিতীয় সংস্করণে ট্রিপল এক্স-এর ভূমিকায় দেখা গিয়েছিল আইস কিউব-কে। সেটা ছিল ২০০৫ সাল। ১৪ বছর পরে ফের ট্রিপল এক্স বা জেন্ডার কেজ হয়ে স্ক্রিনে আসছেন ভিন ডিজেল। তার সঙ্গে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্যামুয়েল এল জ্যাকসন, রুবি রোজ, ডনি ইয়েন এবং টনি জা। আগামী বছর ২০ জানুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি। দেখুন ছবিটির ট্রেলার-

Share this content:

Related Articles

Back to top button