খেলাধুলা

শেষ মুহূর্তের ধাক্কা: সেমিফাইনালে লড়াই করেও জাপানের কাছে হারলো বাংলাদেশ

দারুণ শুরু, দুর্দান্ত লড়াই—তবু শেষ রক্ষা হলো না; অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে জাপানের বিপক্ষে ৬-৪ গোলে হেরে বিদায় নিলো বাংলাদেশ হকি দল

এবিএনএ: চীনের দাঝুতে অনুষ্ঠিত পুরুষ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির সেমিফাইনালে হৃদয়ভাঙা হার বরণ করেছে বাংলাদেশ। জাতীয় হকি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এই ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী জাপানের বিপক্ষে ৬-৪ ব্যবধানে হেরে যায় লাল-সবুজ জার্সিধারীরা।

ম্যাচের শুরুটা ছিল বাংলাদেশের দারুণ। দ্বিতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন দ্বীন ইসলাম। এরপর ১২তম মিনিটে ইসমাইল হোসেনের স্টিক থেকে আসে আরেকটি গোল। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথম কোয়ার্টার শেষ করে বাংলাদেশ।

কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে পাল্টে যায় দৃশ্যপট। জাপান ১৮ ও ২৮ মিনিটে দুটি গোল করে ম্যাচে সমতা ফেরায়। এরপর ৩০ মিনিটে অধিনায়ক মো. আবদুল্লাহের চমৎকার গোলে আবারও লিড নেয় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে ফের ম্যাচে ফিরে আসে জাপান। তবে বাংলাদেশ হাল ছাড়েনি। চতুর্থ কোয়ার্টারে ৪৭ মিনিটে অমিত হাসানের দুর্দান্ত গোলে বাংলাদেশ আবারও এগিয়ে যায় ৪-৩ ব্যবধানে।

কিন্তু শেষ ১০ মিনিটে ঘুরে দাঁড়ায় জাপান। ৫১, ৫৭ এবং ৬০ মিনিটে টানা তিন গোল করে বাংলাদেশের স্বপ্ন ভেঙে দেয় তারা।

এই হারের ফলে ফাইনালের টিকিট হাতছাড়া করলেও, এখনো একটি ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশের। আগামী ১৩ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে তারা।

এর আগে গ্রুপ পর্বে বাংলাদেশ ছিল দুর্দান্ত। চীনকে ৫-২, হংকংকে ৩-০ এবং শ্রীলংকাকে ১৩-০ ব্যবধানে হারালেও পাকিস্তানের কাছে ৩-৬ গোলে হেরে রানার্সআপ হিসেবে সেমিফাইনালে ওঠে তারা।

লড়াই করেও শেষ বাঁশিতে হতাশাই সঙ্গী হলো বাংলাদেশের। তবে এই টুর্নামেন্টে তাদের সংগ্রাম ও সাফল্য ভবিষ্যতের জন্য নিঃসন্দেহে প্রেরণা হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button