আমেরিকা

ট্রাম্পের নতুন শুল্ক নীতির কবলে বাংলাদেশসহ ১৪ দেশ, ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক ঘোষণা

যুক্তরাষ্ট্রে ১ আগস্ট থেকে কার্যকর হচ্ছে নতুন শুল্ক ব্যবস্থা, পোশাক রপ্তানিতে ধাক্কা খেতে পারে বাংলাদেশ

এবিএনএ:  বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৪টি দেশকে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে তিনি জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে এসব দেশের পণ্যে যুক্তরাষ্ট্রে নতুন করে উচ্চ হারে শুল্ক আরোপ করা হবে। এই সিদ্ধান্তের আওতায় রয়েছে বাংলাদেশও।

চিঠিতে ট্রাম্প স্পষ্ট করে জানান, এই নতুন শুল্ক পূর্বঘোষিত খাতভিত্তিক শুল্ক (যেমন গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম) এর সঙ্গে একীভূত নয়, এটি সম্পূর্ণ আলাদা বাণিজ্য সিদ্ধান্ত।

যে ১৪টি দেশের ওপর নতুন শুল্ক বসানো হচ্ছে তাদের মধ্যে রয়েছে:
বাংলাদেশ, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া, সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া এবং কাজাখাস্তান।

🔻 শুল্কের হার (দেশভিত্তিক):

  • লাওস ও মিয়ানমার: ৪০%

  • কম্বোডিয়া ও থাইল্যান্ড: ৩৬%

  • বাংলাদেশ ও সার্বিয়া: ৩৫%

  • ইন্দোনেশিয়া: ৩২%

  • দক্ষিণ আফ্রিকা ও বসনিয়া: ৩০%

  • জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, তিউনিসিয়া, কাজাখাস্তান: ২৫%

এই ঘোষণা বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তৈরি করেছে। ওয়ালস্ট্রিটে এসঅ্যান্ডপি ৫০০ সূচকে উল্লেখযোগ্য পতন ঘটে। তবে জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে সাময়িক প্রভাব পড়ে, পরে তা কিছুটা ঘুরে দাঁড়ায়।

চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, যদি কোনো দেশ পাল্টা শুল্ক আরোপ করে, তাহলে সমপরিমাণ বাড়তি শুল্ক বসানো হবে। তবে তিনি আলোচনার দরজাও খোলা রেখেছেন, বিশেষ করে জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতি বার্তা দিয়ে বলেন, “আপনারা যদি শুল্ক বাড়ান, তবে সেটা আমাদের শুল্কের ওপর যুক্ত হবে।”

বাংলাদেশের বাণিজ্যিক মহলে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে এ ঘোষণায়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, আগামী বুধবার একটি প্রতিনিধি দল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান খান বলেন, “৩৫% শুল্ক আমাদের জন্য ভয়াবহ খবর। আমরা আশা করেছিলাম ১০-২০% এর মধ্যে থাকবে। এটি আমাদের রপ্তানি শিল্পের জন্য বড় ধাক্কা।”

উল্লেখ্য, বাংলাদেশের প্রধান রপ্তানি খাত পোশাকশিল্প, যা জাতীয় রপ্তানির প্রায় ৮০% এবং প্রায় ৪০ লাখ শ্রমিক এই খাতে নিয়োজিত।

আন্তর্জাতিক পর্যায়ে এই শুল্ক নীতিকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়া ও জাপান ইতোমধ্যে দ্রুত আলোচনায় আগ্রহ দেখিয়েছে, ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকাও মার্কিন সরকারের সঙ্গে আলোচনায় বসতে চায়।

এদিকে ট্রাম্প প্রশাসন থেকে জানানো হয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে আরও কিছু বাণিজ্য সংক্রান্ত ঘোষণা আসবে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এ সিদ্ধান্ত শুধু বাণিজ্য নয়, আন্তর্জাতিক কূটনীতিতেও প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button