খেলাধুলা

মেসির ১০ নম্বর জার্সির নতুন অধিকারী থিয়াগো আলমাদা!

ভেনেজুয়েলার বিপক্ষে শেষ ম্যাচ খেলার পর ইকুয়েডরের বিপক্ষে থাকছেন না মেসি। তার আইকনিক ১০ নম্বর জার্সি উঠতে পারে তরুণ আলমাদার গায়ে।

এবিএনএ:  আর্জেন্টিনার ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে আনুষ্ঠানিকভাবে শেষ ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। জোড়া গোল করে দলকে জয় উপহার দেওয়ার পর তিনি জানান, ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে অংশ নেবেন না। ক্লান্তির কারণে তিনি এ সফরে যাচ্ছেন না।

ফলে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মেসির আইকনিক ১০ নম্বর জার্সি উঠতে পারে ২৪ বছর বয়সী আক্রমণাত্মক মিডফিল্ডার থিয়াগো আলমাদার গায়ে। সম্প্রতি অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেওয়া এই তরুণ প্রতিভা আগে আর্জেন্টিনার যুব দলে ১০ নম্বর জার্সি পরে খেলেছেন।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তে জানিয়েছে, জাতীয় দলে মেসির পরিবর্তে এবার সেই জার্সি পাচ্ছেন আলমাদা। সাংবাদিক ক্রিস্টিয়ান কামিনোও এ তথ্য নিশ্চিত করেছেন।

মেসি অতীতে ইনজুরি কিংবা বিশ্রামের কারণে একাধিক ম্যাচে না খেললেও তার ১০ নম্বর জার্সি খুব কম সময়ের জন্য অন্য কারও হাতে গেছে। ২০১৬ সালে সাময়িক অবসরের সময় এভার বানেগা ও হাভিয়ের পাস্তোরে কিছুদিন জার্সিটি পরেছিলেন। তবে মেসি ফিরে আসার পরই তা আবার তার কাছে ফিরে আসে।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ব্যর্থতার পরও যখন মেসির জাতীয় দলে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল, তখনও আর্জেন্টাইন ফুটবল কর্তৃপক্ষ তার জন্য আইকনিক জার্সিটি তুলে রেখেছিল।

👉 তবে এবার পরিস্থিতি ভিন্ন। ইকুয়েডরের বিপক্ষে মাঠে দেখা না গেলেও মেসির ঐতিহাসিক জার্সি আলমাদার গায়ে উঠলে শুরু হবে এক নতুন অধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button