জাতীয়

তেজগাঁওয়ে ঝটিকা মিছিলের পর আটক আ. লীগের ১০ নেতা-কর্মী

তেজগাঁওয়ে ঝটিকা মিছিলের পর আটক আ. লীগের ১০ নেতা-কর্মী

এবিএনএ:  রাজধানীর তেজগাঁওয়ে জুমার নামাজ শেষে অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমের আয়োজক এ টি এম ওমর ফারুক (৫৭), কাফরুল থানা ছাত্রলীগের সদস্য মো. জিয়াউর রহমান (২০), হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য রুবেল হোসেন (২৭), আব্দুর রহমান (৪০), রিদোয়ান রাফি (১৯), মো. ফায়িম তালুকদার, মো. ফিরোজ আহমেদ (২৩), মো. মেহেদী হাসান হৃদয় (২২), মো. সজিব খান (৩১) ও ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সদস্য নাহিদা নূর সুইটি।

ডিবির দেওয়া তথ্যমতে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নাবিস্কো এলাকায় অভিযান চালিয়ে প্রথম দফায় সাতজনকে আটক করা হয়। এরপর শনিবার ভোরে মোহাম্মদপুরের নুরজাহান রোড থেকে ওমর ফারুককে, নয়াবাজার থেকে সজিব খানকে এবং পরে নাহিদা নূর সুইটিকে গ্রেপ্তার করা হয়।

ডিবির দাবি, আটকরা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছিল এবং হঠাৎ ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button