তারেক রহমানের ট্রাভেল ডকুমেন্টে জটিলতা থাকলে সমাধান করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে ট্রাভেল ডকুমেন্ট বা পাসপোর্টের যেকোনো সমস্যার সমাধান করবে সরকার।


এবিএনএ: অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে তার ট্রাভেল ডকুমেন্ট বা পাসপোর্ট নিয়ে কোনো জটিলতা থাকলে সেটি সমাধান করা হবে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “তিনি এই দেশের নাগরিক, তাই যে কোনো সময় দেশে ফিরতে পারেন। তবে সিদ্ধান্ত তাকে নিজেকেই নিতে হবে। যদি তার ভ্রমণসংক্রান্ত কোনো কাগজপত্রের সমস্যা হয়, সরকার তা সমাধান করবে।”
তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, এ বিষয়ে তার কোনো তথ্য জানা নেই। তবে যদি আবেদন করে থাকেন এবং দেশে ফেরার সিদ্ধান্ত নেন, তাহলে প্রয়োজনীয় নথি দেওয়া হবে।
তাকে ফেরানোর জন্য সরকার কোনো উদ্যোগ নেবে কি না—এই প্রশ্নে তিনি বলেন, “আমাদের পক্ষ থেকে এমন কোনো উদ্যোগ নেওয়ার প্রয়োজন নেই। আমরা তাকে ডেকে আনবো না বা বলবো না কেন আসছেন না। তবে তিনি যদি আসার সিদ্ধান্ত নেন, আমরা প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।”