রাজনীতি

স্বৈরাচার পতন হলেও অদৃশ্য শক্তির উত্থান: কিশোরগঞ্জ সম্মেলনে তারেক রহমানের হুঁশিয়ারি

তারেক রহমান বলেছেন, স্বৈরাচারী শাসক চলে গেলেও অদৃশ্য শক্তি সক্রিয় হচ্ছে, তাই বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিভ্রান্তি রুখতে হবে।

এবিএনএ: কিশোরগঞ্জে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “স্বৈরাচারী শাসকের পতনের পর আমি সতর্ক করেছিলাম—স্বৈরাচার পালিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি নতুন করে সক্রিয় হবে। আজ সেটিই বাস্তবে প্রতিফলিত হচ্ছে।”

তিনি বলেন, “আমাদের দুটি শপথ নিতে হবে—প্রথমত দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে এবং দ্বিতীয়ত কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে। জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানো যাবে না।”

তারেক রহমান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত সংস্কারের ৯৫ ভাগই বিএনপির পূর্ববর্তী পরিকল্পনার সঙ্গে মিলে যায়। তিনি জোর দিয়ে বলেন, “মানুষের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার, নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করা বিএনপির অঙ্গীকার।”

ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে জনগণের রায় বিএনপির পক্ষে আসবে। এজন্য ঘরে বসে থাকার সময় নয়, জনগণের কাছে যেতে হবে।

ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা, নারীর অধিকার ও শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।”

সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “তারেক রহমানের দেওয়া ৩১ দফায় জনগণের জন্য একটি ভারসাম্যপূর্ণ রাজনৈতিক কাঠামো প্রস্তাব করা হয়েছে। আগামী নির্বাচনেও বিএনপিকে ঐক্যবদ্ধ থেকে লড়তে হবে। দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে দলে রাখা হবে না।”

দীর্ঘ নয় বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দুপুর থেকে শহরের পুরাতন স্টেডিয়াম মুখরিত হয় নেতাকর্মীদের মিছিলে। বিকেলে তারেক রহমানের বক্তব্যে প্রাণবন্ত হয়ে ওঠে সম্মেলন।

সন্ধ্যায় ভোটের মাধ্যমে জেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচনের কার্যক্রম শুরু হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে সম্মেলন ঘিরে জাতীয় নির্বাচনের পূর্বাভাস ও রাজনৈতিক উত্তাপও স্পষ্ট হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button