জাতীয়

এসএসসি পরীক্ষার ফল ১০ জুলাই, জানুন ফলাফল দেখার সব উপায়

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে ১০ জুলাই সকাল ১০টায়—বোর্ড ওয়েবসাইট ও মোবাইলে মিলবে ফল

এবিএনএ: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই, বুধবার প্রকাশিত হবে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

এবার সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। মাদরাসা বোর্ডে দাখিলে অংশগ্রহণ করে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৩ পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১৫ মে। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ কর্মদিবসের মধ্যেই ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সেই ধারাবাহিকতায় ১০ জুলাই ফলাফল প্রকাশ করা হচ্ছে।

ফল জানার নিয়ম:

  • ওয়েবসাইটে: সকাল ১০টা থেকে প্রতিটি শিক্ষার্থীর নিজ নিজ বোর্ডের রেজাল্ট পোর্টালে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখা যাবে।

  • এসএমএসে: নির্ধারিত ফরম্যাটে এসএমএস পাঠিয়েও মোবাইল ফোনে রেজাল্ট জানা যাবে। যেমন:
    SSC <space> বোর্ডের প্রথম তিন অক্ষর <space> রোল নম্বর <space> পরীক্ষার বছর
    পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
    উদাহরণ: SSC DHA 123456 2025

ফলাফল প্রকাশ উপলক্ষে শিক্ষা বোর্ডগুলো ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। শিক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর ঠিকভাবে রাখতে এবং ফলাফল প্রকাশের নির্দিষ্ট সময়ের পর অনুসন্ধান করতে বলা হয়েছে।


চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। ফলাফল প্রকাশের পর কলেজ ভর্তির প্রক্রিয়াও দ্রুত শুরু হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button