জাতীয় স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত শাহরুখ: ‘এটা কেবল পুরস্কার নয়, এগিয়ে যাওয়ার প্রেরণা’
‘জাওয়ান’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য প্রথমবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত কিং খান, দিলেন আবেগঘন বার্তা


এবিএনএ: বলিউডের বাদশা শাহরুখ খান অভিনয়ে পা রেখেছেন ৩৩ বছর আগে। অসংখ্য হিট সিনেমা উপহার দিলেও এতদিন পর্যন্ত তার প্রাপ্তির খাতায় ছিল না ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে এবার ভাঙল সেই অপেক্ষার প্রাচীর। ‘জাওয়ান’ ছবির অনবদ্য অভিনয়ের জন্য শাহরুখ পেলেন জীবনের প্রথম জাতীয় সম্মান।
শুক্রবার সন্ধ্যায় ঘোষিত ২০২৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার স্বীকৃতি পান তিনি। সম্মান পাওয়ার পরই শাহরুখ এক আবেগঘন ভিডিও বার্তায় বলেন, “এই পুরস্কার শুধু একটি সম্মান নয়, এটা আমাকে মনে করিয়ে দেয় আমি যা করি তা গুরুত্বপূর্ণ। এটি আমাকে বলছে—এগিয়ে যাও, আরও কঠোর পরিশ্রম করো এবং নিজের কাজের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নাও।”
তিনি আরও বলেন, “আমি কৃতজ্ঞ জুরি বোর্ড, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যাদের ভালোবাসায় এই স্বীকৃতি পেলাম তাদের প্রতি। এই মুহূর্ত আমি সারাজীবন মনে রাখব।”
কিং খান তার সহকর্মীদের প্রতিও ভালোবাসা প্রকাশ করেন। “জাওয়ান”-এ কাজের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান নির্মাতা অ্যাটলি, লেখক সাইদ এবং প্রযোজক রাজু স্যারকে। নিজের টিমের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “তারা আমাকে ধৈর্য ধরে সামলায়, যেন আমি নিজেকে সর্বোচ্চভাবে তুলে ধরতে পারি।”
এদিকে, শাহরুখ খান বর্তমানে লন্ডনে বিশ্রামে রয়েছেন। ‘কিং’ ছবির শুটিংয়ের সময় পুরোনো কাঁধের চোট আবার দেখা দেওয়ায় চিকিৎসা নিতে গেছেন তিনি।
অন্যদিকে, ‘জাওয়ান’ সিনেমার পরিচালক অ্যাটলি কুমার শাহরুখের পুরস্কারপ্রাপ্তিতে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান। এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, “শাহরুখ স্যার, আপনি জাতীয় পুরস্কার পেলেন, এটাই আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। ‘জাওয়ান’-এর সঙ্গে যুক্ত হতে পারা আমার জীবনের সেরা অভিজ্ঞতা। এটি আপনার জন্য আমার প্রথম প্রেমপত্র—এখনও অনেক কিছু বাকি আছে বলেই জানালেন তিনি।”
শাহরুখের প্রতি নিঃশর্ত ভালোবাসার কথা জানিয়ে অ্যাটলি আরও লেখেন, “আপনার পাশে থাকতে পারাটাই আশীর্বাদ। আমি আপনার একজন আজীবন ভক্ত।”