বাংলাদেশ

দেশে ফিরলেন সেনাপ্রধান

সফরকালে কাতারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন জেনারেল ওয়াকার-উজ-জামান

এবিএনএ:  বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার কাতার সফর শেষে দেশে ফিরেছেন। সরকারি এই সফরে তিনি কাতারের শীর্ষ সামরিক ও বেসামরিক নেতাদের সঙ্গে বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন। সফরটি ছিল কাতার-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ ধাপ।

সফরকালে, জেনারেল ওয়াকার-উজ-জামান কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকগুলোতে দুই দেশের সামরিক সম্পর্ক, প্রতিরক্ষা শিল্পে প্রযুক্তি নির্ভর উন্নয়ন, ও দক্ষ জনশক্তি বিনিময় সংক্রান্ত বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।

গত ৩ মে সেনাপ্রধান কাতার অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকে মিলিত হন। উভয় দেশের মধ্যে ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা, খেলাধুলা বিষয়ক প্রশিক্ষণ ও ‘অলিম্পিক ভিলেজ’ গড়ে তোলার সম্ভাবনা নিয়ে তাঁরা মতবিনিময় করেন।

৪ মে তিনি কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শেখ সাউদ এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ আব্দুল আজিজের সঙ্গে পৃথক সাক্ষাতে মিলিত হন। আলোচনায় উঠে আসে সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তি স্থানান্তর ও কর্মসংস্থানের নতুন দিগন্ত।

সফরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল কাতারের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জসিমের সঙ্গে তাঁর বৈঠক। এই বৈঠকে যৌথ প্রশিক্ষণ, প্রশিক্ষণার্থী বিনিময় এবং কাতারে অবসরপ্রাপ্ত বাংলাদেশি সেনাসদস্যদের কর্মসংস্থান সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, সেনাপ্রধান ৩ মে সরকারি সফরে কাতারে যান। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও কাতারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে বলে প্রতীয়মান হচ্ছে।

Share this content:

Back to top button