আন্তর্জাতিক

লোহিত সাগরে হুতিদের ভয়াবহ হামলা, গ্রিসের জাহাজে ৪ নাবিক নিহত, নিখোঁজ ১৫

ইসরায়েলমুখী পণ্যবাহী জাহাজ ‘এটারনিটি সি’-তে ক্ষেপণাস্ত্র ও নৌযান ব্যবহার করে হামলা চালায় হুতি যোদ্ধারা, নিহত ও নিখোঁজ ১৫

এবিএনএ:  লোহিত সাগরের গভীরে নতুন করে রক্তাক্ত হলো সামুদ্রিক বাণিজ্য পথ। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় একটি গ্রিসের মালিকানাধীন পণ্যবাহী জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে গেছে। এতে এখন পর্যন্ত ৪ জন নাবিকের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজ রয়েছেন আরও ১৫ জন।

ইউরোপীয় ইউনিয়নের সমুদ্র নিরাপত্তা বাহিনী “অপারেশন অ্যাসপাইডস” নিশ্চিত করেছে, জাহাজে মোট ২৫ জন ছিলেন, যাদের মধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে পাঁচজন ফিলিপাইনের নাগরিক এবং একজন ভারতীয়।

হামলার বিষয়ে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলের দিকে গমনরত ‘এটারনিটি সি’ নামক কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র এবং একটি চালিত নৌযান ব্যবহার করে সোমবার আক্রমণ চালানো হয়।

হুতিরা দাবি করেছে, এই হামলার মাধ্যমে তারা গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছে। এমনকি জাহাজ থেকে উদ্ধার করা কিছু ক্রুকে তারা চিকিৎসা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে বলেও জানায় হুতি পক্ষ।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, উদ্ধার অভিযানে সংশ্লিষ্ট একটি নিরাপত্তা সংস্থা জানায়, এই ভয়াবহ হামলার পর এখনও অনেক ক্রুর সন্ধান মিলেনি। এ ঘটনায় সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

জাহাজে থাকা নিরাপত্তা দলের তিন সদস্যের ভাগ্য এখনও অনিশ্চিত বলে ইউরোপীয় বাহিনী জানায়। লোহিত সাগরের এই অঞ্চলটি বর্তমানে সামুদ্রিক নিরাপত্তার দিক দিয়ে অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button