নতুন প্রেমের ইঙ্গিত দিলেন পরীমণি, রহস্যের জালে কে সেই বিশেষ মানুষ?
সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্ট ঘিরে আবারো প্রেমের গুঞ্জনে ঢালিউড তারকা পরীমণি, ভক্তদের কৌতূহল চরমে।


এবিএনএ: ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি ফের নতুন করে প্রেমের আলোচনায় উঠে এসেছেন। শুক্রবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন গুঞ্জন।
এর আগে গায়ক শেখ সাদীর সঙ্গে তার সম্পর্কের খবর শোনা গেলেও তা স্থায়ী হয়নি। তবে গত ১০ আগস্ট ছেলে পুণ্যের জন্মদিনের অনুষ্ঠানে আবারো সাদীকে দেখা যাওয়ায় তাদের সম্পর্ক নতুন করে আলোচনায় আসে। যদিও বিষয়টি নিয়ে দুজনেই চুপ রয়েছেন।
কিন্তু মাসের শেষ সপ্তাহে পরীমণি নিজেই ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দেন। শুক্রবার দুপুরে ফেসবুকে সানগ্লাস পরা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন— “এই সানগ্লাস আমার নয়, কিন্তু সে আমার। সবাইকে জানাই শুভ শুক্রবার।”
এই রহস্যময় ক্যাপশন ঘিরেই ভক্তদের মধ্যে জোর আলোচনা শুরু হয়। কেউ জানতে চেয়েছেন— ‘কে সেই বিশেষ মানুষ?’ আবার কেউ মজা করে লিখেছেন— ‘সাদী আউট, নিউ ইন।’
সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে তাই এখন একটাই প্রশ্ন—পরীমণির জীবনে কি সত্যিই নতুন প্রেমের সূচনা হলো?