বাংলাদেশ

চার দফা দাবিতে অনির্দিষ্টকালের গণছুটিতে পল্লী বিদ্যুৎ কর্মীরা

চাকরি বৈষম্য দূরীকরণ, চাকরিচ্যুতি বাতিল ও দুর্নীতি দমনসহ চার দফা দাবিতে রবিবার থেকে কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীরা।

এবিএনএ: পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা চার দফা দাবিতে রবিবার থেকে অনির্দিষ্টকালের গণছুটি শুরু করার ঘোষণা দিয়েছেন। শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সংগঠনের সহ-দপ্তর সম্পাদক অঞ্জু রানী মালাকার এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সমস্যা সমাধানে বিদ্যুৎ মন্ত্রণালয় আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। বরং আন্দোলনে যুক্ত কর্মীদের চাকরিচ্যুতি, বদলি ও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে হয়রানি করা হচ্ছে। এতে কর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

পল্লী বিদ্যুৎ কর্মীদের দাবি, অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বরখাস্ত করা কর্মীদের অবিলম্বে পুনর্বহাল করতে হবে এবং দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তাদের চার দফা দাবি হলো—
১. আরইবি-পিবিএস একীভূতকরণ অথবা অন্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি করা। সব চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ এবং মামলা প্রত্যাহার করে চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল।
২. ১৭ আগস্ট থেকে যেসব কর্মী হয়রানিমূলকভাবে চাকরিচ্যুত, বরখাস্ত বা সংযুক্ত হয়েছেন, তাদের আগের পদে পুনর্বহাল।
৩. লাইনক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ এবং আন্দোলনে অংশ নিতে না পারা পাঁচজন লাইনক্রুর কর্মস্থলে পুনঃপদায়ন।
৪. দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব দাবি পূরণ না হলে তাদের আন্দোলন আরও কঠোর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button