আন্তর্জাতিক

দক্ষিণ ওয়াজিরিস্তানে সেনা গাড়িবহরে ভয়াবহ হামলা: পাকিস্তানি সেনাসহ নিহত ২৫

পাকিস্তানের ওয়াজিরিস্তানে সেনা গাড়িবহরে তালেবান জঙ্গিদের হামলায় ১২ সেনা ও ১৩ জঙ্গি নিহত, উদ্ধার অভিযান চলছে

এবিএনএ:  পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে আফগান সীমান্তের কাছে সেনাবাহিনীর গাড়িবহরে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে ১২ সেনা সদস্য নিহত হয়েছেন। পাল্টাপাল্টি গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন আরও ১৩ জঙ্গি। শনিবার ভোরে বদর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পাকিস্তানি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জঙ্গিদের আকস্মিক গুলিতে সেনাদের গাড়িবহর আক্রান্ত হয়। সঙ্গে সঙ্গে পাল্টা অভিযানে উভয়পক্ষের মধ্যে তুমুল গোলাগুলি শুরু হয়, যা কয়েক ঘণ্টা ধরে চলে। এসময় অন্তত ৪ জন আহত হয়েছেন।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি দাবি করেছে, তারা সেনাদের কাছ থেকে ড্রোনসহ বিপুল অস্ত্রশস্ত্র দখল করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, হামলার পর আহত সেনাদের উদ্ধারে এবং জঙ্গিদের খুঁজে বের করতে আকাশে একাধিক সামরিক হেলিকপ্টার টহল চালিয়েছে।

পাকিস্তানি সেনাবাহিনী অভিযোগ করেছে, ভারত-সমর্থিত তেহরিক-ই-তালেবান এ হামলায় জড়িত। সেনাদের মিডিয়া শাখা আইএসপিআর জানিয়েছে, বাজাউর এলাকায় পরিচালিত এক গোয়েন্দা অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও ২২ জন ‘ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী’ নিহত হয়েছে।

সামরিক বাহিনীর দাবি, নিহত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আধুনিক অস্ত্র ও গোলাবারুদ। তারা সীমান্ত এলাকায় বহু সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় ছিল।

পাকিস্তান দীর্ঘদিন ধরে টিটিপিকে ভারত-সমর্থিত সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিযুক্ত করে আসছে। ওয়াজিরিস্তানের সর্বশেষ হামলা আবারও দেশটির সীমান্ত অঞ্চলের অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কার্যক্রমের প্রকোপ স্পষ্ট করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button