শাকিবের নায়িকা নাবিলার সঙ্গে নিশোর নতুন ওটিটি সিরিজ ‘আকা’
ভিকি জাহেদের সামাজিক থ্রিলার ‘আকা’তে প্রথমবার একসঙ্গে নিশো ও নাবিলা, আসছে হইচইতে সেপ্টেম্বরে


এবিএনএ: ওটিটি দুনিয়ায় জনপ্রিয় পরিচালক ভিকি জাহেদ ও অভিনেতা আফরান নিশোর বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘটছে নতুন সিরিজ ‘আকা’ দিয়ে। হইচইতে মুক্তি পেতে যাওয়া এই সামাজিক থ্রিলারে প্রথমবারের মতো যুক্ত হয়েছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। এটি নাবিলার প্রথম পূর্ণাঙ্গ ওটিটি সিরিজ, যেখানে তিনি অভিনয় করছেন নিশোর বিপরীতে। এর আগে তিনি বড় পর্দায় শাকিব খানের সঙ্গে ‘তুফান’ ছবিতে অভিনয় করে নজর কাড়েন।
বড় পর্দায় অভিষেকের পর থেকেই গুঞ্জন ছিল, নিশো আবার ওটিটিতে ফিরবেন। অবশেষে সেই প্রত্যাশা পূরণ হলো প্রায় তিন বছর পর। ‘আকা’ প্রসঙ্গে নিশো বলেন, “সিরিজটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। দর্শকরা এখানে একেবারে ভিন্ন স্বাদের কনটেন্ট পাবেন।”
পরিচালক ভিকি জাহেদ জানান, “‘আকা’ নির্মাণ আমার কাছে ছিল এক আবেগময় যাত্রা। এটি আমার প্রথম সামাজিক থ্রিলার এবং দর্শকদের সঙ্গে ভিন্নধর্মী এক্সপেরিমেন্ট করেছি। নিশো ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা আগেও ছিল, তবে সিরিজে এটাই প্রথমবার। নাবিলার অভিনয়ও চমৎকার লেগেছে।”
নিজের অভিজ্ঞতা নিয়ে নাবিলা বলেন, “‘আকা’ আমার জন্য অত্যন্ত বিশেষ একটি কাজ। প্রথমবার সিরিজে কাজ করছি বলে বাড়তি আনন্দ লাগছে। আশা করি, দর্শকরা শুধু আমার চরিত্রই নয়, পুরো গল্পটিকে পছন্দ করবেন।”
ন্যায়–অন্যায়, শোধ–প্রতিশোধ, রহস্য ও সাসপেন্সের মিশেলে তৈরি হয়েছে ‘আকা’। ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হওয়া এই সিরিজটি হইচইতে মুক্তি পাবে আগামী সেপ্টেম্বরেই।