‘ময়না’ নিয়ে ফিরছে গানচিল, আসিফ-আকাশ-কোনাল-নিলয়ের নতুন প্রেমের পার্টি সং
‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’র পর গানচিলের নতুন চমক ‘ময়না’, যেখানে ভালোবাসা পেল ভিন্ন এক পার্টি রূপ


এবিএনএ: ‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব’ এবং ‘গার্লফ্রেন্ডের বিয়া’র মতো ভাইরাল গান উপহার দেওয়ার পর এবার নতুন এক রঙিন প্রেমের পার্টি সং নিয়ে ফিরছে গানচিল মিউজিক। “ময়না” নামের এই গানটি প্রকাশ পাচ্ছে ২৪ জুলাই, যেখানে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয় ডি রকস্টার, কথা লিখেছেন আসিফ ইকবাল এবং সুর করেছেন কলকাতার জনপ্রিয় সুরকার আকাশ সেন।
সম্প্রতি গানের একটি টিজার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছবিতে কোনাল লিখেছেন—‘#ময়না’। সেই ছবি শেয়ার করেন গীতিকার আসিফ ইকবাল, সুরকার আকাশ সেন ও গায়ক নিলয়। ক্যাপশনে প্রশ্ন ছিল—“কোনালই কি ময়না?” যা দেখে বোঝা যায়, এটি একটি নতুন গানের প্রচারণা।
‘ময়না’ গানটি গানচিলের ‘ড্যান্স নাম্বার গান’ প্রজেক্টের প্রথম গান। দশটি নাচঘন গান নিয়ে এই বিশেষ প্রজেক্টে এটি হচ্ছে প্রথম চমক।
গানের বিষয়ে গীতিকার আসিফ ইকবাল বলেন, “এই প্রথম আমি একদম ‘লাভবার্ড’ ঘরানার গান লিখেছি। এটি বাংলাদেশের প্রথম ‘ফার্স্ট লাভবার্ড সং’ বললেই চলে। ময়না এখানে প্রেমের প্রতীক, যা গানটির মূল ভাবনা।”
গানটির কণ্ঠশিল্পী কোনাল বলেন, “আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করতে সবসময়ই ভালো লাগে। ‘ময়না’ গানটি রোমান্টিক হলেও এতে রয়েছে দারুণ গ্রুভ আর এক্সাইটিং ভিউচুয়াল।”
সুরকার আকাশ সেন জানালেন, “এটি একটি প্রাণবন্ত ও ক্যাচি ড্যান্স ট্র্যাক। যারা শুনবে, তারা থেমে থাকতে পারবে না।”
গায়ক নিলয় ডি রকস্টার বলেন, “ময়না এমন এক গান, যার কথা ও সুর শ্রোতাদের মুখে মুখে ফিরবে। এটা গাইতে যেমন মজা, তেমনি শুনতেও আনন্দদায়ক।”
‘ফায়ারব্যান্ড’ ও ‘বেস্ট অব নিলয়’-এর মাধ্যমে আলোচিত নিলয়ের বিশ্বাস, এই গান শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে দ্রুতই।
গানটি ২৪ জুলাই গানচিলের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানা গেছে।