রাজনীতি

সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল রাখছে: বিস্ফোরক মন্তব্য মির্জা আব্বাসের

নয়াপল্টনে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন—সরকার এক পক্ষকে লালন করছে, অপর পক্ষকে ব্যবহার করছে

এবিএনএ: সরকারের বর্তমান ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, “একদলকে কোলে করে রাখা হচ্ছে, আরেক দলকে কাঁধে চড়িয়ে ব্যবহার করা হচ্ছে—এটাই এখন বাস্তব চিত্র। বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র যেন না করা হয়।”

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে’ আয়োজিত মৌন মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “আমরা সহনশীল থেকে সরকারকে সহযোগিতা করছি। সুষ্ঠু নির্বাচনের পথ উন্মুক্ত করলেই দেশে শান্তি ফিরবে। কিন্তু বারবার উপেক্ষা করলে বুঝবো—অশান্তির নেপথ্যে সরকারেরই ভূমিকা রয়েছে।”

তিনি আরও বলেন, “শহীদদের আত্মত্যাগকে ব্যবহার করে এখন কিছু রাজনৈতিক দল নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে। শহীদদের সম্মান না দিয়ে তাদের নিয়ে ব্যবসা করা হচ্ছে, রাজনৈতিক সুবিধা নেওয়া হচ্ছে। তাঁরা যদি বেঁচে থাকতেন, লজ্জা পেতেন আজকের এই চিত্র দেখে।”

সরকারি দল ও তাদের মিত্রদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে মির্জা আব্বাস বলেন, “দয়া করে জিহ্বায় লাগাম দিন। এমন বক্তব্য দেবেন না যা মানুষকে উত্তেজিত করে। বিএনপি দ্বন্দ্বের দল নয়, আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই করছি।”

তিনি অভিযোগ করেন, “কেউ কেউ বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করে বিভ্রান্তি ছড়াতে চাচ্ছেন। এ ধরনের প্রচেষ্টা থেকে সবাইকে সরে আসতে হবে।”

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন রফিকুল হক মজনু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

সমাবেশে অংশগ্রহণকারীরা ‘জুলাই আন্দোলনের শহীদদের’ স্মরণে নীরবতা পালন করেন এবং সরকারের প্রতি সুষ্ঠু নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button