জাপা কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগে বিএনপির তীব্র নিন্দা
জাপা কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগে বিএনপির তীব্র নিন্দা


এবিএনএ: জাতীয় পার্টির (জাপা) কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি এ ঘটনার তীব্র নিন্দা জানায়।
বিবৃতিতে বিএনপি জানায়, জাপার কার্যালয়ে এ ধরনের সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগ গণতান্ত্রিক সমাজ গঠনের পথে বিভ্রান্তি সৃষ্টি করবে এবং জনগণের মাঝে হতাশা বাড়াবে। এটি গণতন্ত্র ও জুলাই অভ্যুত্থানের চেতনার সম্পূর্ণ বিপরীত।
বিএনপি আরও উল্লেখ করে, মতের ভিন্নতা থাকতে পারে, তবে বলপ্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করা স্বৈরাচারী মানসিকতার প্রকাশ। প্রকৃত গণতন্ত্রে বহুদলের অস্তিত্ব অপরিহার্য, কোনো রাজনৈতিক দলের টিকে থাকা জনগণের ইচ্ছার ওপর নির্ভর করে। কিন্তু ভয়-ভীতি বা হামলার মাধ্যমে কোনো দলের সাংগঠনিক কার্যক্রম বন্ধ করা বহুদলীয় রাজনীতির সাথে অসামঞ্জস্যপূর্ণ।
বিএনপি জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং এই ধরনের সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে জাপার কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।