ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৪৮৭, মৃত্যুহীন ২৪ ঘণ্টা—তবুও শঙ্কা কাটেনি
দেশে ডেঙ্গুতে একদিনে ৪৮৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হলেও কোনো মৃত্যুর খবর নেই। এ বছর মোট আক্রান্ত ৩৫ হাজার ছাড়িয়েছে।


এবিএনএ: বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে নতুন করে ৪৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির খবর হলো, এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বার্ষিক পরিস্থিতি:
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৩৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে ১৩৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে প্রায় ৬০ শতাংশ পুরুষ এবং ৪০ শতাংশ নারী।
বিভাগভিত্তিক আক্রান্তের চিত্র (শেষ ২৪ ঘণ্টায়):
-
বরিশাল: ১০১ জন
-
চট্টগ্রাম: ১১৪ জন
-
ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১০৬ জন
-
ঢাকা উত্তর সিটি করপোরেশন: ৩০ জন
-
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৯২ জন
-
খুলনা: ১৪ জন
-
রাজশাহী: ২৬ জন
-
রংপুর: ২ জন
-
সিলেট: ২ জন
ছাড়পত্র পাওয়া রোগী:
গত ২৪ ঘণ্টায় ৪০৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৩৩ হাজার ৫৩২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
👉 একদিন মৃত্যুহীন থাকা আশার খবর হলেও বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের সংখ্যা কমছে না। তাই সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে।