বিশ্বকাপে ভিসা সংকটে ব্রাজিল সমর্থকরা? ট্রাম্পের সিদ্ধান্তে বাড়ছে উদ্বেগ
ফুটবল বিশ্বকাপ ২০২৬ আয়োজক যুক্তরাষ্ট্র, আর তাতেই ভিসা জটিলতায় পড়তে পারেন ব্রাজিলের হাজারো ফুটবল সমর্থক।


এবিএনএ: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে। সব সময়ের মতোই এবারও ব্রাজিলের অংশগ্রহণ একপ্রকার নিশ্চিত। তবে সেলেসাওদের খেলা দেখতে গ্যালারিতে চিরচেনা ব্রাজিলীয় উল্লাস দেখা নাও যেতে পারে। কারণ, ভিসা জটিলতায় পড়তে পারেন ব্রাজিলের সমর্থকরা, এমন আশঙ্কা দেখা দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর এক প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যকার বর্তমান কূটনৈতিক টানাপোড়েন এর জন্য দায়ী হতে পারে। এমনকি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় ফিরে আসলে, বিশ্বকাপ চলাকালীন ব্রাজিলীয় দর্শকদের ভিসা নিষিদ্ধ করতে পারেন—এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সম্প্রতি ওয়াশিংটনে সফররত ব্রাজিলীয় সিনেটরদের সীমিত মেয়াদের ভিসা প্রদান এই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। যদি নিষেধাজ্ঞা বাস্তবায়ন হয়, তাহলে নেইমার, ভিনিসিয়ুস, রদ্রিগোদের খেলা দেখতে হবে বাড়িতে বসেই, টিভি স্ক্রিনে।
ব্রাজিল সবসময়ই বিশ্বকাপে অন্যতম শিরোপা প্রত্যাশী দল। যদিও ২০১৯ সালের কোপা আমেরিকার পর তারা আর কোনো বড় ট্রফি জেতেনি, তবু তারকায় ভরপুর দলটিকে নিয়ে ভক্তদের প্রত্যাশা আকাশচুম্বী। তাই মাঠে দর্শকদের অনুপস্থিতি শুধু ব্রাজিলীয়দের জন্য নয়, পুরো বিশ্বকাপের প্রাণশক্তির জন্যই বড় ধাক্কা।
ভৌগোলিকভাবে কাছাকাছি থাকায়, বিপুলসংখ্যক ব্রাজিলীয় নাগরিকের যুক্তরাষ্ট্রে খেলা দেখার ইচ্ছা থাকলেও, ভিসা নিয়ে জটিলতা তাদের বাধাগ্রস্ত করতে পারে।
ফিফা এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি। তবে বিশ্ব ফুটবল মহলে বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে অতীতে ট্রাম্প প্রশাসন ইরানি দর্শকদের ক্ষেত্রেও একই রকম নিষেধাজ্ঞা জারি করেছিল। যদিও এ নিষেধাজ্ঞা খেলোয়াড় ও কোচদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানানো হয়েছে।
২০২৬ সালের বিশ্বকাপ কেবল খেলা নয়, বিশ্বসংস্কৃতির মিলনমেলাও বটে। সেখানে যদি ব্রাজিলীয় উল্লাস অনুপস্থিত থাকে, তাহলে আয়োজনটি অসম্পূর্ণ থেকে যাওয়ার আশঙ্কা থেকেই যায়।