নভেম্বরে বিওএ নির্বাচন: বদলে যেতে পারে নেতৃত্ব, আসছে নতুন মুখ?
চলতি বছর ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার আগেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন, আলোচনায় মহাসচিব পদ


এবিএনএ: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বহুল প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরের নভেম্বরে। বুধবার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত পঞ্চম সাধারণ পরিষদের সভায় এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত জেনারেল ওয়াকার-উজ-জামান। এতে কার্যনির্বাহী কমিটি এবং সাধারণ পরিষদের মোট ৮৯ জন সদস্য অংশ নেন।
বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে ডিসেম্বরেই। তাই নিয়ম অনুযায়ী তার আগেই নির্বাচনের মাধ্যমে গঠিত হবে নতুন কার্যনির্বাহী পরিষদ। নির্বাচনে সবচেয়ে আলোচিত পদটি হলো মহাসচিবের। বর্তমানে এই পদে দায়িত্ব পালন করছেন সৈয়দ শাহেদ রেজা। তবে সাম্প্রতিক পট পরিবর্তনের কারণে তাঁর নির্বাচন করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনে বেশ কিছু নতুন নেতৃত্ব দেখা যেতে পারে।
বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২৪ অর্থবছরের সব কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন মহাসচিব। প্রতিবেদনটি সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়। পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরের জন্য ১২ কোটি ৪০ লাখ টাকার বাজেট পাস করা হয় এবং একটি নিরীক্ষা প্রতিষ্ঠানকে হিসাব নিরীক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এ ছাড়াও সভায় জানানো হয়, অর্থবছরের শুরুতেই দ্বিতীয় সাধারণ সভা ডাকা হবে, যেখানে নতুন অর্থবছরের কর্মকৌশল নির্ধারণ করা হবে।
নভেম্বরে নির্বাচনকে ঘিরে ক্রীড়া প্রশাসনে শুরু হয়েছে নতুন আলোচনার ঢেউ। পুরোনো নেতৃত্বের সঙ্গে নতুন মুখের সংমিশ্রণে কেমন হবে ভবিষ্যতের বিওএ—তা দেখার অপেক্ষায় ক্রীড়াঙ্গন।