রাজনীতির মঞ্চে এবার সালমান খান! ‘বিগ বস ১৯’-এ আসছে রোমাঞ্চকর পরিবর্তন
সালমান খানের নতুন রূপে ফিরছে ‘বিগ বস ১৯’, যেখানে বাড়ির সিদ্ধান্ত নেবেন সকলে একসঙ্গে—প্রকাশ পেল নতুন থিম ও প্রিমিয়ারের তারিখ।


এবিএনএ: জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ আবার ফিরছে নতুন সিজন ও নতুন চমকে। সালমান খান এবার হাজির হয়েছেন একেবারে নতুন ভূমিকায়—একজন রাজনীতিবিদের বেশে! গতকাল প্রকাশিত টিজারে দেখা যায়, সালমান বলছেন, “এবার শাসন একার নয়, ঘরের প্রতিটি সিদ্ধান্ত নেবে সকলে মিলে।“
এই সিজনের থিম—‘ঘরওয়ালো কি সরকার’, যেখানে প্রতিটি সদস্যের মতামতের ভিত্তিতে ঘরের কার্যকলাপ চলবে। নতুন এ প্রক্রিয়া দর্শকদের উপহার দেবে আরও নাটকীয়তা, মজা ও উত্তেজনা। প্রকাশ হয়েছে অনুষ্ঠানের নতুন লোগোও, যা রঙিন ও শক্তিময় এক নতুন রূপে এসেছে।
‘বিগ বস ১৯’ সম্প্রচার শুরু হবে ২৪ আগস্ট থেকে, জিও হটস্টার ও কালারস টিভির মাধ্যমে। যদিও প্রতিযোগীদের পূর্ণ তালিকা এখনও প্রকাশ হয়নি, কিন্তু ইতোমধ্যেই ছোট পর্দার তারকা ও জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নাম ঘুরে বেড়াচ্ছে। শোনা যাচ্ছে, কিছু বাস্তব জীবনের জুটিও থাকছে প্রতিযোগীদের তালিকায়।
এবারের মৌসুমে রয়েছে ‘রিওয়াইন্ড’ থিম, যেখানে ফিরিয়ে আনা হবে বিগ বসের পুরোনো আইকনিক ফিচার, যেমন—সিক্রেট রুম, খাদ্য ও পানীয় সম্পর্কিত মজার কাজ। সবচেয়ে বড় চমক হচ্ছে, মনোনয়ন ও উচ্ছেদ প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন, যেখানে দর্শকরা রাখতে পারবেন সরাসরি মতামত।
সবমিলিয়ে, ‘বিগ বস ১৯’ হতে যাচ্ছে আগের সব সিজনের চেয়ে ভিন্ন ও বেশি আকর্ষণীয়। সালমান খানের এই নতুন রাজনৈতিক অবতার দর্শকদের সামনে এক নতুন অভিজ্ঞতা এনে দেবে তা বলাই যায়।