দেশের সব বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি: নাশকতার আশঙ্কায় বেবিচকের বিশেষ নির্দেশ
সহিংসতা ও নাশকতার আশঙ্কায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশের সব বিমানবন্দরে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে


এবিএনএ: দেশজুড়ে চলমান সহিংসতা ও সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১১ নভেম্বর) বেবিচক থেকে জারি করা এক নির্দেশনায় বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নিতে বলা হয়েছে।
বেবিচকের এক কর্মকর্তা জানান, সাম্প্রতিক সহিংস পরিস্থিতি ও কিছু স্থানে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবার সেই সতর্কতা আরও বাড়ানো হয়েছে যাতে কোনো ধরনের অঘটন এড়ানো যায়।
তিনি আরও বলেন, বিমানবন্দরগুলোর সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং চলছে। পাশাপাশি ভেহিক্যাল পেট্রোল ও ফুট পেট্রোল বৃদ্ধি করা হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।
এছাড়া বিমানবন্দরগুলোর ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম আরও সক্রিয় করা হয়েছে এবং জনবল সর্বোচ্চ মাত্রায় প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন বেবিচকের কর্মকর্তা।




