কাজাখস্তানকে বিধ্বস্ত করে বিশ্বকাপ বাছাই পর্বে জায়গা করে নিল বাংলাদেশ
৫-১ গোলের দুর্দান্ত জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার টিকিট পেল বাংলাদেশ হকি দল, সামনে জাপানের বিপক্ষে লড়াই পঞ্চম স্থান নির্ধারণে।


এবিএনএ: এশিয়া কাপ হকির শিরোপার লড়াই থেকে বাদ পড়লেও বিশ্বকাপ বাছাইপর্বে খেলার স্বপ্ন জিইয়ে রেখেছিল বাংলাদেশ হকি দল। অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল। ভারতের রাজগিরে অনুষ্ঠিত পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে লাল-সবুজের ছেলেরা।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। ১০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল করেন অধিনায়ক আশরাফুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারে আরও দুটি গোল করে দলকে দৃঢ় অবস্থানে নিয়ে যান তিনি ও রোমান সরকার। আশরাফুল তার দ্বিতীয় গোলটি করেন ২৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে, আর রোমান ২৮ মিনিটে ওপেন প্লেতে গোল করেন।
তৃতীয় কোয়ার্টারে আরও দুই গোল যোগ হয় বাংলাদেশের ঝুলিতে। ৩৩ মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন রোমান সরকার। এরপর ৩৫ মিনিটে গোল করেন তায়েব আলী। কাজাখস্তানের হয়ে একমাত্র সান্ত্বনা সূচক গোলটি আসে ৩৮ মিনিটে আলতিনবেক আইতকালিয়েভের পায়ে।
শেষ কোয়ার্টারে আর কোনো গোল না হলে ৫-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
তবে বাংলাদেশ কোন র্যাঙ্কে বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেবে, তা নির্ধারণ হবে আগামী ৬ সেপ্টেম্বর জাপানের বিপক্ষে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচের পর।