অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন অ্যালবানিজ: দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর আসনে জয়
দুই দশকে প্রথমবার কোনও প্রধানমন্ত্রী পরপর দু’বার নির্বাচিত হলেন—অস্ট্রেলিয়ার মানুষ ফের ভরসা রাখলেন অ্যান্থনি অ্যালবানিজের ওপর

এবিএনএ: অস্ট্রেলিয়ায় জাতীয় নির্বাচনে আবারও ইতিহাস গড়লেন ক্ষমতাসীন লেবার পার্টির নেতা অ্যান্থনি অ্যালবানিজ। দেশটির নাগরিকরা তাকে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন।
শনিবার অনুষ্ঠিত এই নির্বাচনে বামপন্থি অ্যালবানিজ বিপুল ভোটের ব্যবধানে জয় পান। এই জয়ে তিনি হয়ে উঠলেন গত কুড়ি বছরে প্রথম অস্ট্রেলীয় রাজনীতিবিদ, যিনি পরপর দুইবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন।
নির্বাচনের ফলাফল প্রকাশের পর সিডনির লেবার পার্টির প্রধান কার্যালয়ে বিজয়োৎসবের আয়োজন করা হয়। দলীয় সমর্থকরা আবেগে আপ্লুত হয়ে পরস্পরকে জড়িয়ে ধরেন এবং অ্যালবানিজের বক্তৃতা শোনেন।
বিজয়ের মুহূর্তে অ্যালবানিজ বলেন, “আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছি। এই বিজয় অস্ট্রেলিয়ার জনগণের রায়, যারা আমাদের ওপর আস্থা রেখেছেন।”
তিনি আরও বলেন, “আমাদের সরকার সেই অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করবে, যা ন্যায়বিচার, মানবতা ও সম্মিলিত প্রচেষ্টার প্রতীক। আমরা গর্বিত আমাদের পরিচয় নিয়ে, আর আমরা এই দেশটিকে একসঙ্গে গড়ে তুলেছি।”
অস্ট্রেলিয়ার মানুষ এবার ভোট দিয়েছেন সমতা ও সহমর্মিতার পক্ষে। অ্যালবানিজের মতে, “এটি এমন এক জাতি যারা প্রতিকূল পরিস্থিতিতেও সাহসিকতা ও সহানুভূতির মূল্য বোঝে।”
Share this content: