খেলাধুলা

চেন্নাই সুপার কিংসের কাছে ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলেন অশ্বিন

আইপিএলের পরবর্তী মৌসুমে দলে রাখা হবে কিনা—এ বিষয়ে চেন্নাই সুপার কিংসের কাছে সরাসরি জবাব চান অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন

এবিএনএ:  আইপিএলের পরবর্তী মৌসুম নিয়ে নতুন কৌশল সাজাচ্ছে চেন্নাই সুপার কিংস। শোনা যাচ্ছে, অভিজ্ঞ কিছু ক্রিকেটারকে বাদ দেওয়ার সম্ভাবনা আছে, আর সেই তালিকায় থাকতে পারেন রবিচন্দ্রন অশ্বিনও।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই তারকা স্পিনার সম্প্রতি চেন্নাই সুপার কিংসের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে যোগাযোগ করেছেন। ক্রিকইনফো সূত্রে জানা গেছে, তিনি সরাসরি জানতে চেয়েছেন—আগামী মৌসুমে তাকে নিয়ে দলের পরিকল্পনা কী। যদি পরিকল্পনায় না থাকে, তবে আগেই জানাতে বলেছেন। এমনকি চুক্তি বাতিল হলেও তাতে তার আপত্তি থাকবে না বলেও জানিয়েছেন।

গত মৌসুমে চেন্নাইয়ের হয়ে অশ্বিন খেলেছিলেন ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৯টি। এটি ছিল তার আইপিএল ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে কম ম্যাচ খেলা মৌসুম। সেই কারণেই তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে দলের সিদ্ধান্ত জানতে চান।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, “রাজস্থান রয়েলসে থাকাকালীন প্রতি মৌসুম শেষে তারা আমাকে ই-মেইলে পারফরম্যান্সের রিপোর্ট দিত এবং চুক্তি নবায়নের কথা জানাত। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিরই মৌসুম শেষে এমন স্বচ্ছতা রাখা উচিত।”

তিনি আরও জানান, চুক্তির বিষয়টি তার নিয়ন্ত্রণে নেই। তাই বাস্তবতা মেনে নিয়ে দলের পরিকল্পনা স্পষ্টভাবে জানতে চেয়েছেন। অশ্বিন বর্তমানে আইপিএল ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button