জাতীয়লিড নিউজ

ঢাকা লকডাউন ঘিরে রাজধানীতে কঠোর নজরদারি, আমিনবাজারে পুলিশের চেকপোস্টে তল্লাশি অভিযান

নাশকতা প্রতিরোধে ঢাকায় প্রবেশপথে পুলিশের কঠোর তল্লাশি, আমিনবাজারে স্থায়ী চেকপোস্ট বসিয়ে যাত্রী ও যানবাহন যাচাই চলছে।

এবিএনএ: আগামীকাল আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে সামনে রেখে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর অংশ হিসেবে বুধবার বিকেল থেকে সাভারের আমিনবাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে স্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন ও যাত্রীদের তল্লাশি করছে পুলিশ।

সাভার মডেল থানার পুলিশ জানায়, নাশকতা বা বিশৃঙ্খলার আশঙ্কায় প্রাইভেটকার, মাইক্রোবাস ও দূরপাল্লার বাসগুলোতে কড়াকড়ি তল্লাশি চালানো হচ্ছে। যাত্রীদের পরিচয়পত্র যাচাই করে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত দূরপাল্লার বাস চলাচল কিছুটা কমে যায়, তবে স্থানীয় পরিবহন ও ব্যক্তিগত গাড়ির চলাচল ছিল স্বাভাবিক। দুপুরের পর থেকে পুলিশ আরও কঠোরভাবে ঢাকামুখী যানবাহনগুলোতে তল্লাশি চালায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, লকডাউন কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই চেকপোস্ট বসানো হয়েছে। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক কার্যকলাপের অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, “রাজধানীতে নাশকতা ঠেকাতে এবং মানুষের জান-মাল রক্ষায় আমরা নিয়মিত তল্লাশি চালাচ্ছি। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশের এমন সতর্কতায় রাজধানীর প্রবেশপথগুলোতে বাড়ছে নিরাপত্তা ব্যবস্থা, যা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button