জাতীয়

এজলাসে বিচারকের সামনেই সাংবাদিকের ওপর হামলা, নিন্দায় সাংবাদিক সংগঠনগুলো

ঢাকার আদালতে জামিন শুনানির সময় আইনজীবীদের হামলার শিকার সময় টিভির সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়াম, আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা নেন।

এবিএনএ: ঢাকার আদালতে এক অভূতপূর্ব ঘটনায় বিচারকের সামনেই সাংবাদিককে মারধরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের অষ্টম তলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাস পিয়াসের এজলাসে এই ঘটনা ঘটে।

মারধরের শিকার সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়াম সময় টিভির একজন রিপোর্টার। তিনি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক মঞ্জুরুল আহসান পান্নার জামিন শুনানি কভার করতে আদালতে গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুনানির সময় আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন মাহির সঙ্গে আদালতে উপস্থিত এক সাংবাদিকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সাংবাদিক সিয়াম বিষয়টি ব্যাখ্যা করতে চাইলে মহিউদ্দিন ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালান। এরপর আরও কয়েকজন আইনজীবী তাকে ঘিরে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এতে আহত হন সিয়াম এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনার সময় বিচারক এজলাস থেকে খাসকামড়ায় চলে যান। পরে প্রসিকিউশনের পক্ষে থাকা আইনজীবীরা সিয়ামকে উদ্ধার করেন। এ বিষয়ে সাংবাদিক সিয়াম বলেন, “কোনো কারণ ছাড়াই বিচারকের সামনে আমাকে কয়েকজন আইনজীবী মবের মতো আক্রমণ করেছে। আমি এ ঘটনার বিচার চাই।”

এ ঘটনার পরও আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। বিচারক লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আহসান পান্নার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এদিকে আদালতে সাংবাদিকের ওপর প্রকাশ্যে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) ও কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)। তারা অবিলম্বে হামলাকারীদের শাস্তি দাবি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button