পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা ফয়সাল খানের, আমির খানের ভাইয়ের বিস্ফোরক সিদ্ধান্ত
মানসিক নির্যাতন ও স্বাধীনতা হরণের অভিযোগে ক্ষুব্ধ ফয়সাল খান; আর্থিক সহায়তা ও সম্পত্তি দাবি থেকেও নিজেকে সরিয়ে নিলেন


এবিএনএ: বলিউড সুপারস্টার আমির খানের ভাই ও অভিনেতা ফয়সাল খান আবারও আলোচনায় এসেছেন পারিবারিক দ্বন্দ্বকে ঘিরে। এবার তিনি প্রকাশ্যে জানালেন, পরিবারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘মেলা’ সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিলেও পরে সেভাবে বলিউডে দেখা যায়নি ফয়সালকে। তবে সম্প্রতি তিনি অভিযোগ তোলেন, পরিবার তাকে মানসিকভাবে চাপে রেখেছিল এবং স্বাধীনভাবে চলার অধিকার কেড়ে নিয়েছিল।
ফয়সাল দাবি করেন, তাকে ‘পাগল’ আখ্যা দিয়ে জোরপূর্বক ওষুধ খাওয়ানো হয়েছিল এবং এমনকি একসময় নিজের স্বাক্ষর করার অধিকার থেকেও তাকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছিল। এসব ঘটনার পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন, পরিবারের কাছ থেকে আর কোনো আর্থিক সহায়তা বা মাসিক ভাতা গ্রহণ করবেন না।
নিজের বিবৃতিতে ফয়সাল স্পষ্ট করে জানান, তিনি বাবা তাহির হুসেইন ও মা জিনাত তাহির হুসেইনের সম্পত্তি থেকে কিছুই দাবি করবেন না এবং ভাই আমির খানের বাসায়ও থাকবেন না।
তাঁর ভাষ্য অনুযায়ী, পরিবারের কিছু সদস্য ব্যক্তিগত স্বার্থে তার স্বাধীনতা হরণের চেষ্টা করেছেন। আর তাই আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভেবেছেন তিনি।
অন্যদিকে আমির খান ও পরিবারের পক্ষ থেকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ফয়সালের অভিযোগকে “ভুল ও দুঃখজনক” বলে উল্লেখ করা হয়েছে।